গাইবান্ধায় নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নিউজবাংলা ফোরাম হয়েছে।
জেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ফোরাম ঘোষণা করেন গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাভেদ হোসেন।
ফোরামের প্রধান উপদেষ্টা করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ রোহিত হাসান রিন্টু।
বাকি চারজন উপদেষ্টা হলেন মালিবাড়ি বোরহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদী হাবিবা সুলতানা, ব্যবসায়ী ও সংবাদকর্মী মাসুম বিল্লাহ, শিক্ষার্থী নূর আহম্মেদ আকন্দ এবং নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা জেলা প্রতিনিধি পিয়ারুল ইসলাম।
প্রধান উপদেষ্টা রিন্টু বলেন, ‘আমাকে এই সংগঠনের প্রধান উপদেষ্টা করায় আমি আনন্দিত। আমি এই ফোরামের সবাইকে নিয়ে সমাজের ছোট-বড় নানা অসংগতি তুলে ধরাসহ অসহায় ও গরিব মানুষের পাশে থাকব।’