নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভিন্ন চিত্র দেখা গেল শুক্রবার বিকেলে। নদীর বুকে চলাচল করা নৌকাগুলোর ছইয়ের ওপর শোভা পেতে দেখা গেছে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের ব্যানার।
অগ্রযাত্রার বর্ষপূর্তি উপলক্ষে জেলার সেন্ট্রাল খেয়াঘাটে নৌকাগুলোতে নিউজবাংলার ব্যানার লাগানোর কার্যক্রম উদ্বোধন করেন নৌপুলিশের সদস্যরা।
এ সময় উপপরিদর্শক মোহাম্মদ ফোরকান বলেন, ‘নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাবাষির্কীতে শুভকামনা করছি। পেশাদার সাংবাদিকতার এই গণ্যমাধ্যম আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা রইল।’
এর আগে বিকেল ৪টায় শহরের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আড্ডার আয়োজন করা হয়। সেখানে শিশুরা তাদের নানা স্বপ্নের কথা জানায় নিউজবাংলার প্রতিবেদককে।
৯ বছরের অনামিকা থাকে রেলস্টেশনের পাশে একটি খুপরি ঘরে। সে আগে ভর্তি হয় সুবিধাবঞ্চিতদের জন্য স্থানীয় বেসরকারি স্কুল লাল সবুজের পতাকাতে। অনামিকা জানায়, সে বড় হয়ে ডাক্তার হবে। তার সহপাঠী জাহাঙ্গীরের মুখে পুরোটা সময় লেগে ছিল হাসি। স্বপ্নের কথা জানতেই সে বলে উঠল, সাংবাদিক হবে, টিভিতে খবর পড়বে।
সুবিধাবঞ্চিত শিশুদের স্থানীয় স্কুল লাল সবুজের পতাকার শিক্ষক শুভ চন্দ্র বলেন, ‘এই শিশুদের কথা অনেকে মনে রাখে না। নিউজবাংলা তাদের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে তাদের জন্য আনন্দ উৎসবের আয়োজন করেছে। আমরা কৃতজ্ঞ।’
এ ছাড়া নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার সকালে নিউজবাংলার এক বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।