নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে যশোরে গঠিত হয়েছে নিউজবাংলা ফোরাম। পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি করে এ ফোরামের যাত্রা শুরু হয়েছে।
কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে লেখক ও গবেষক সাজেদ রহমান বকুলকে। অন্য উপদেষ্টারা হলেন, মাইকেল মধুসুদূন দত্ত কলেজের শিক্ষক সাজ্জাদ হোসাইন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তুহিনুর জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উম্মে আম্মারা ইভা, হাসিবুল হাসান শান্ত, নিউজবাংলার যশোর প্রতিনিধি নিশাত বিজয়।
শুক্রবার বেলা ১টার দিকে যশোর প্রেস ক্লাবে কমিটি গঠন করা হয়।
প্রধান উপদেষ্টা লেখক ও গবেষক সাজেদ রহমান বকুল বলেন, ‘নিউজবাংলার এক বছর পূর্তি হয়েছে। নিউজবাংলার নতুন পাঠক ফোরাম গঠন করায় দর্শকপ্রিয়তা বৃদ্ধি পাবে। আমাদের প্রত্যাশা, সাধারণ মানুষ ও মফস্বলের সংবাদ, মুক্তিযুদ্ধের গল্প, কৃষি, সংস্কৃতি ও রাজনীতির খবর এ অনলাইনে দেখতে চাই।’
‘দ্বিমত’ নিয়ে কোনো বিভাগ খোলা যায় কি না সেটি নিয়েও চিন্তা করার কথা জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ফোরামের উপদেষ্টা উম্মে আম্মারা ইভা বলেন, ‘আগামীতে নিউজবাংলার পাঠক ফোরামের মধ্য দিয়ে আমরা বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করব।’