সাংবাদিকতার অবক্ষয় রোধে নিউজবাংলা টুয়েন্টিফোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পটুয়াখালীর বিশিষ্টজনেরা। শুক্রবার নিউজবাংলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলার প্রেসক্লাব মিলনায়তনে এমন মন্তব্য করেন করেন তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জি, দৈনিক গণদাবী সম্পাদক গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুর রহমান ইকবাল, সাবেক সভাপতি মো. জাকির হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ অনেকেই।
এর আগে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জির সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আগত অতিথিরা। নিউজবাংলার সংবাদ মানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত বলেন, বর্তমানে বাংলাদেশে অনলাইন, কাগজ আর আকাশ মিডিয়ার ছড়াছড়ি। এত মিডিয়ার ভিড়ে নিজেকে ধরে রাখতে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। নিউজবাংলা টোয়েন্টিফোর ইতোমধ্যে শক্ত অবস্থানে পৌঁছেছে। শুনেছি একদল তরুণ ওই হাউজে কাজ করছে যার প্রতিফলন তাদের লেখনিতে ফুটে উঠছে।’
তিনি আরও বলেন, ‘নিউজবাংলা ইতোমধ্যে পটুয়াখালী জেলায় ব্যপক সাড়া ফেলেছে। আমরা নিউজবাংলার উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, ‘সাংবাদিকতায় যে অবক্ষয় হয়েছে তা থেকে জাতিকে মূল দৃষ্টিতে ফিরিয়ে আনতে নিউজবাংলা আগামীতে সত্যিকার অর্থেই কাজ করবে।’
দীর্ঘদিন ধরে নিউজবাংলা যেন তার এই কর্ম পরিচালনা করতে পারে সেই আশা প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি স্বপন ব্যানার্জি। পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন, দূর্যোগ আর সাধারণ মানুষের কথা আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীসহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জন্মদিনের শুভেচ্ছাবার্তায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন নিউজবাংলা পরিবারকে অভিনন্দন জানিয়ে সাফল্য কামনা করেন। সাফল্য কামনা করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন।