ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ায় খুশি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীসহ অভিভাবকরা।
বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা শেষে ছোট বোনকে নিয়ে বাড়ি ফিরেছিলেন ঝুমা আক্তার।
কেমন পরীক্ষা দিয়েছেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি পরীক্ষা দেইনি। ছোট বোন শারমিন আক্তারের পরীক্ষা থাকায় তাকে নিয়ে এসেছিলাম।’
শারমিন আক্তার বলেন, ঢাকায় গিয়ে পরীক্ষা দিলে অনেক কষ্ট হয়। যানজটের কারণে সীমাহীন ভোগান্তি তো আছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রথমবারের মতো ময়মনসিংহে অনুষ্ঠিত হওয়ায় এক অন্যরকম ব্যাপার। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছি। সবাই মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিয়েছে।
শেরপুর থেকে মেয়েকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসেন স্থানীয় ব্যবসায়ী জহির উদ্দিন।
তিনি বলেন, ‘আমরা ছয়জন মাইক্রোবাস ভাড়া করে এসেছি। কোথাও যানজট না থাকলেও ময়মনসিংহ শহরে প্রবেশের সময় মারাত্মক যানজটের সৃষ্টি হয়। তখন ভোগান্তি পোহাতে হয়েছে। এ ছাড়া অধিক সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবক একসঙ্গে চলে আসায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাটাও কঠিন ছিল। তবে, প্রশাসন ছিল তৎপর।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সেইসঙ্গে ভর্তি পরীক্ষার্থীদের সেবা দিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করেছে। এ ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন।