বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিন জেলার রাবি ভর্তিচ্ছুদের জন্য রেলে তিন বগি

  •    
  • ১ অক্টোবর, ২০২১ ১৮:৩৯

রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ জানান, বাংলাবান্ধা এক্সপ্রেসে অতিরিক্ত তিনটি বগি সংযোজনের নির্দেশনা তারা পেয়েছেন। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার জন্য আলাদা তিনটি বগি সংযোজন করা হবে। এই তিন বগিতে শুধু শিক্ষার্থীরা চলাচল করতে পারবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার পরীক্ষার্থীদের জন্য রোববার থেকে বিশেষ ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রাবিতে ভর্তি পরীক্ষা চলার সময় এই তিন জেলার চলাচলের সুবিধায় বাংলাবান্ধা এক্সপ্রেসে অতিরিক্ত তিনটি বগি সংযোজনের নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ ছাড়া চিলাহাটি রুটের তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রীর এপিএস রাসেদ প্রধান এবং রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর ২০২০-২১ শিক্ষাবর্ষের তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে৷ পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় অংশ নেন।

এ বিষয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী অপি আক্তার জানান, পঞ্চগড় থেকে রাজশাহীতে যাওয়া ও আসার টিকিট কাটা নিয়ে চিন্তায় ছিলেন। রেলমন্ত্রী তাদের সেই দুশ্চিন্তা দূর করেছেন। এতে তারা খুশি।

মো. হৃদয় নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘পঞ্চগড় থেকে রাজশাহী যাওয়ার সড়ক পথে তেমন ভালো ব্যবস্থা নেই। গত বছর থেকে রেলপথে বাংলাবান্ধা এক্সপ্রেসটি চালু হয়েছে। তবে ট্রেনে টিকিট পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলাম আমরা। অবশেষে আমাদের সেই চিন্তা দূর হলো।’

রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ জানান, বাংলাবান্ধা এক্সপ্রেসে অতিরিক্ত তিনটি বগি সংযোজনের নির্দেশনা তারা পেয়েছেন। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার জন্য আলাদা তিনটি বগি সংযোজন করা হবে। এই তিন বগিতে শুধু শিক্ষার্থীরা চলাচল করতে পারবেন।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ জানান, ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে।

এ বিভাগের আরো খবর