বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১৬৫ জন

  •    
  • ১ অক্টোবর, ২০২১ ১৮:৩৩

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসেই মৃত্যু হয়েছে ২২ জনের; আগস্টে মৃত্যু হয় ৩৪ জনের। এর আগের সাত মাসে মৃত্যু হয় ১২ জনের।

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬২ জনে। এ সময় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শুক্রবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় ১৬৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬২ জন।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগের হাসপাতালেই ভর্তি হয়েছে ১৪১ জন। অন্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৪ জন।

এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮ হাজার ৩৬২ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছে ১৭ হাজার ৩১৯ জন। বর্তমানে ভর্তি রয়েছে ৯৭৫ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৭৬৬ ডেঙ্গু রোগী।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসেই মৃত্যু হয়েছে ২২ জনের; আগস্টে মৃত্যু হয় ৩৪ জনের। এর আগের সাত মাসে মৃত্যু হয় ১২ জনের।

এ বিভাগের আরো খবর