যশোরে বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
দিনটি উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।
শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদমানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইফুজ্জামান পিকুল।
এ সময় তিনি বলেন, ‘নিউজবাংলা স্বাধীনতার পক্ষে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে। আমি নিউজবাংলার উত্তরোত্তর উন্নতি কামনা করছি।
বিশেষ অতিথি প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি একরামুর দৌলা বলেন, ‘নিউজ বাংলা স্বাধীনতার পক্ষে থাকবে, যশোরের স্বাধীনতার ইতিহাস তুলে ধরবে।’
যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, ‘ভিজ্যুয়াল পিকচার নিউজে অনন্য নিউজবাংলা। আমার বিশ্বাস বস্তুনিষ্ট সাংবাদিকতায় নিউজবাংলা অনেক দূর এগিয়ে যাবে।’
বিশেষ অতিথি প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান বলেন, ‘নিউজবাংলার যশোর প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়ে এর আগে যশোরে কেউ সাংবাদিকতায় আসেনি। আমরা আশা করি নিউজবাংলা অনেক দূর এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবাদপত্র পরিষদের সভাপতি একরামুজ্জামান, জেলা প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফরাজী আহমেদ সাঈদ বুলবুল, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সিনিয়র সাংবাদিক সাজেদ রহমান, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু।
অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মনতোষ বসু, জেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জাহিদুল কবির মিল্টন, দৈনিক প্রতিদিনের কথার সিনিয়র সাংবাদিক প্রণব দাস, এনটিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সজীবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।