বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে খুব অল্প সময়ে নিউজবাংলা সাধারণ পাঠকের মনে জায়গা করে নিয়েছে বলে মন্তব্য করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
শুক্রবার এই জেলায় বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে বেলা ১১টায় টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর-এর কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, সাবেক আহ্বায়ক জিয়াউল আহসান, সাবেক সভাপতি শফিউল হক মিঠু, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালেদ আবু, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক কাজী জাহাঙ্গীরসহ অনেকে।
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন নিউজবাংলার সংবাদমানের প্রশংসা করে বলেন, ‘নিউজবাংলা খুব অল্প সময়ে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অনলাইন পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। পিরোজপুরে কিছু ঘটলে আগে চেক করি অনলাইন সংবাদমাধ্যমগুলো। আর সেগুলোর মধ্যে নিউজবাংলাও আছে। নিউজবাংলার জন্য আগামী দিনের শুভ কামনা রইল।’