বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিনটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন বীরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক কামরুল হুদা হেলাল এবং সিনিয়র সাংবাদিক ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি মাহফুজুল হক আনার।
স্বাগত বক্তব্য দেন নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের দিনাজপুর প্রতিনিধি কুরবান আলী।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদুল হক বলেন, ‘সংবাদ পরিবেশন হচ্ছে নৈতিকতার জায়গা। একজন সাংবাদিক তার নীতির মাধ্যমেই সংবাদ পরিবেশন করেন। আমি আশা করব, নিউজবাংলার সাংবাদিকরা তাদের নীতি ঠিক রেখে সংবাদ পরিবেশন করবেন। আমি সব সময় নিউজবাংলার মঙ্গল কামনা করি।’
বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক কামরুল হুদা হেলাল বলেন, ‘নিউজবাংলার যে অভিযাত্রা, সেই অভিযাত্রা সর্বদা অব্যাহত থাকুক। আমি নিউজবাংলার সফলতার সঙ্গে কুরবান আলীর মঙ্গল কামনা করছি।’
কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘সমাজকে রক্ষা করার জন্য সাংবাদিকরা সব সময় সজাগ থাকেন এটা সকলেই জানেন। দেশের মঙ্গলের জন্য প্রয়োজন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। বর্তমানে অনলাইন নিউজ পোর্টালের গুরুত্ব বেড়েছে। এই এক বছরের মতো আজীবন নিউজবাংলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।’
সাংবাদিক মাহফুজুল হক আনার বলেন, ‘নিউজবাংলার দিনাজপুর প্রতিনিধি কুরবান আলী কোনো অংশে কম নন। আমি তাকে সব সময় মাঠে দেখি। এমন তরুণের হাত ধরে নিউজবাংলা এগিয়ে যাক। আমি সব সময় এই পোর্টালের মঙ্গল কামনা করি।’
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘নিউজবাংলা এমন একটি প্ল্যাটফর্ম সেখানে সবার আগে খবর পাওয়া যায়। এই পোর্টালের সাংবাদিকদের সব দিকে অনেক সজাগ দৃষ্টি। আমি নিউজবাংলার সর্বাঙ্গীণ উন্নতি কামনা করি।’
দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার বলেন, ‘আমি আশা করি, নিউজবাংলা নিজ শক্তিতে এগিয়ে যাবে। নিউজবাংলার সঙ্গে দেশও আগাবে।’
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।