পঞ্চগড়ে বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে শুক্রবার বেলা ১১টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।
কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম।
এরপর সফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, ‘নিউজবাংলা অল্প সময়ের মধ্যে নতুন ধারার সংবাদ পরিবেশন করে মিডিয়া জগতে নিজের অবস্থান শক্তভাবে নিশ্চিত করেছে। এই গ্রহণযোগ্য ধারা অব্যাহত থাকলে দেশ ও জাতি সমৃদ্ধ হবে।’
নিউজবাংলার সংবাদমানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান জেলার জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, শামসুদ্দিন কালাম চৌধুরী ও সরকার হায়দার।