বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষিকে গুরুত্ব দেয়ায় নিউজবাংলার প্রতি কৃতজ্ঞ মাগুরাবাসী

  •    
  • ১ অক্টোবর, ২০২১ ১৬:৩৭

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে শামীম খান বলেন, ‘নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম একটি মাল্টিমিডিয়া নিউজপোর্টাল। যা আমার কাছে দেশে নতুন ধরনের একটি সংবাদমাধ্যম মনে হয়েছে। এক বছর পূর্তিতে নিউজবাংলাকে শুভেচ্ছা। আরও তথ্যনির্ভর অনুষ্ঠান তারা করবে, এ আশা আমরা করতেই পারি।’

মাগুরায় বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

দিনটি উদযাপন উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় মাগুরার সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মাগুরা জেলা তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিম, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি শামীম খান, এনটিভির স্টাফ রিপোর্টার শফিকুর রহমান, নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি রাসেদ খান, প্রথম আলোর প্রতিনিধি কাজী আশিক রহমান, দেশ টিভির ইলিয়াস হোসেন মিথুন, আরটিভির মকলেস হোসেন, মানবজমিনের প্রতিনিধি এস আলম তুহিন, দীপ্ত টিভির প্রতিনিধি কাসেমুর রহমান শ্রাবণ, বাসসের জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন, কবি সাগর জামান, অন্য সংবাদকর্মী, কৃষিবিদ রবিউল ইসলামসহ আরও অনেকেই।

সবাইকে স্বাগত জানান নিউজবাংলা টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ফয়সাল পারভেজ।

কেক কাটার পরে শুরু হয় আলোচনা সভা।

শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদমানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দিচ্ছেন অতিথিরা। ছবি: নিউজবাংলা

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে শামীম খান বলেন, ‘নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম একটি মাল্টিমিডিয়া নিউজপোর্টাল। যা আমার কাছে দেশে নতুন ধরনের একটি সংবাদমাধ্যম মনে হয়েছে। এক বছর পূর্তিতে নিউজবাংলাকে শুভেচ্ছা। আরও তথ্যনির্ভর অনুষ্ঠান তারা করবে, এ আশা আমরা করতেই পারি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা তথ্য কর্মর্কতা রেজাউল করিম বলেন, ‘নিউজবাংলা পোর্টালটি আমি নিয়মিত দেখি। সাইটের সংবাদ বিশ্লেষণ আমার কাছে অসাধারণ লেগেছে। বিশেষ করে তৃণমূলের মানবিক স্টোরিগুলো তারা গুরুত্ব দেয় অন্যদের থেকে আলাদাভাবেই।

‘তাদের ভিডিও লাইভ ও চমৎকার সব বিষয়ের ওপরে। মাগুরা জেলার দেশি মাছ নিয়ে সংকট তৈরি হয়েছে, গতকাল এ রকম একটি ভিডিও লাইভ দেখলাম মাগুরা প্রতিনিধির। এটা অসাধারণ এবং গবেষণাধর্মী কাজ। এতে আমরা আস্থা রাখতে পারি যে পোর্টালটিতে দায়িত্ব নিয়ে পেশাদার সাংবাদিকরাই কাজ করছেন।’

এনটিভির নিজস্ব প্রতিবেদক শফিকুল ইসলাম বলেন, ‘নিউজবাংলার নিউজগুলো আমার কাছে এই সংবাদমাধ্যম সম্পূর্ণ আলাদা মনে হয়। নতুনত্ব নিয়ে তারা হাজির হয়। নিউজপোর্টালটির সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’

সংক্ষিপ্ত বক্তব্য ও আলোচনা সভা সঞ্চালনা করেন কাজী আশিক রহমান। তিনি বলেন, ‘নিউজবাংলায় যারা কাজ করছেন তারা অনেকেই দেশের স্বনামধন্য মাধ্যমে কাজ করেছেন। অল্প দিনে পোর্টালটি জনপ্রিয়তা পেয়েছে, এটা তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল।’

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সাগর জামান। তিনি বলেন, ‘নিউজবাংলা ফেসবুক পেজে আমার লাইক দেয়া আছে। আমি নিয়মিত সংবাদ পাই। এমনকি যেকোনো আপডেট নিউজ তারা সরাসরি কাভার করার চেষ্টা করে।’

নিউজবাংলা সম্পর্কে উপস্থিত কৃষিবিদ রবিউল ইসলাম বলেন, ‘নিউজবাংলা কৃষির বিভিন্ন বিষয় তুলে ধরে। তাদের লাইভের অন্যতম হচ্ছে কৃষি ও গ্রামের উদ্যোক্তারা। এটা খুবই আশার কথা যে তারা কৃষিকে খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করে।’

পাঠক জুয়েল রানা, শামীম, জামিলসহ উপস্থিত অনেকে বলেন, ‘নিউজবাংলার নিয়মিত আয়োজন আইন আদালতবিষয়ক অনুষ্ঠান, খেলাধুলার ভিডিও উপস্থাপনা বেশ ভালো লাগে।’

আলোচনা সভা শেষে নিউজবাংলার পক্ষ থেকে অতিথিদের আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানের সমাপনীতে বক্তব্য দেন জেলা প্রতিনিধি ফয়সাল পারভেজ। সেই সঙ্গে তিনি নিউজবাংলার সঙ্গে থাকার জন্য জেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিভাগের আরো খবর