করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিক্যাল সেন্টারে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা দিয়েছেন ভর্তিচ্ছু এক নারী শিক্ষার্থী। তার নাম জানা যায়নি।
ওই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতেই পরীক্ষা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক এবং জীব বিজ্ঞান অনুষদের ডিন মিহির লাল সাহা।
মিহির লাল নিউজবাংলাকে বলেন, ‘পরীক্ষার আগে এই একজন শিক্ষার্থী আমাদের কাছে আবেদন করেছে। চিকিৎসাকেন্দ্রে আমরা তার পরীক্ষার আয়োজন করেছি। আমাদের একজন শিক্ষক পরিদর্শকের দায়িত্বে ছিলেন। চিকিৎসা কেন্দ্রের নার্স এবং পরিচালক সহযোগিতা করেছেন।’
গত সোমবার এ শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়। ওই দিনই তিনি বিজ্ঞান অনুষদের ডিনের কাছে আবেদন করেন। বাকি সব ভর্তিচ্ছুর মতোই বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসাকেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ শিক্ষার্থীকে সময় দেয়া হয়। স্বচ্ছতার জন্য চিকিৎসাকেন্দ্রের মাঠেই পরীক্ষার আয়োজন করা হয়।
মেডিক্যাল সেন্টারের পরিচালক ডা. সারওয়ার জাহান মুক্তাফি বলেন, ‘ডিন স্যার মেডিক্যাল সেন্টারে এই শিক্ষার্থীর পরীক্ষা আয়োজনের জন্য মুখে আগে জানালেও গতকাল চিঠি দিয়েছে। আমরা চিকিৎসাকেন্দ্রের মাঠে তার পরীক্ষার আয়োজন করেছি। নির্দিষ্ট সময়ে তার পরীক্ষা শুরু হয়েছে।
‘পরীক্ষার দেড় ঘণ্টা সময় আমরা ওই পরীক্ষার্থীর কাছ থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করি। ওই শিক্ষার্থীর হাতে হ্যান্ড গ্লাভস ছিল। একজন শিক্ষক পরিদর্শকের দায়িত্বে ছিলেন। তবে তিনি বাইরে দাঁড়িয়ে ছিলেন। উনার পক্ষ হয়ে আমাদের একজন নার্স খাতায় স্বাক্ষর করেছেন। পরীক্ষা শেষে খাতাটি পলিথিনে মুড়িয়ে আমরা সংগ্রহ করেছি।’