বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাজার অনলাইনের ভিড়ে ব্যতিক্রম নিউজবাংলা: হবিগঞ্জে বক্তারা

  •    
  • ১ অক্টোবর, ২০২১ ১৫:৫২

তোফাজ্জল সোহেলকে প্রধান উপদেষ্টা করে নিউজবাংলা ফোরাম হবিগঞ্জের চার সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন উপদেষ্টা পরিবেশকর্মী আইনজীবী সায়লা খান, সমিরণ দাস ও নিউজবাংলার জেলা প্রতিনিধি কাজল সরকার।

নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিবার্ষিকীর দিনে হবিগঞ্জে নিউজবাংলা ফোরাম গঠিত হয়েছে।

ফোরামের প্রধান উপদেষ্টা করা হয়েছে পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলকে।

হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার বেলা ১২টার দিকে দিকে নিউজবাংলা ফোরামের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

চার সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।

ফোরামের অন্য সদস্যরা হলেন, উপদেষ্টা পরিবেশকর্মী আইনজীবী সায়লা খান, সমিরণ দাস ও নিউজবাংলার জেলা প্রতিনিধি কাজল সরকার।

এর আগে বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়।

হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও একাত্তর টিভির প্রতিনিধি শাকিল চৌধুরির সভাপতিত্বে এবং নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।

এসময় তিনি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অতিথিরা নিউজবাংলার সংবাদ মানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘হাজার অনলাইনের ভিড়ে ব্যতিক্রম নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে মাত্র এক বছরেই এই গণমাধ্যমটি মানুষের আস্থা অর্জন করে নিয়েছে।

তিনি বলেন, ‘অনলাইন পত্রিকা নিয়ে মানুষের কিছু খারাপ ধারণা রয়েছে। কিন্তু সেই জায়গাতে নিউজবাংলা তাদের সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের খারাপ ধারণা পাল্টে দিচ্ছে। আমি আশা করব আগামীতেও নিউজবাংলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল বারি আওয়াল, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

আরও উপস্থিত ছিলেন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিম, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, দৈনিক হবিগঞ্জ সমাচারের চীফ রিপোর্টার নিরঞ্জর গোস্বামী শুভ ও ডেইলি অবজারভার পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি আমীর হামজা।

এছাড়া, জেলায় কর্মরত গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর