বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে কুষ্টিয়াতে।
দিনটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার পিটিআই রোডে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু ও প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরীসহ অতিথিরা।
আয়োজনের শুরুতেই শুভেচ্ছা র্যালি করা হয়। র্যালিটি পিটিআই রোড ঘুরে আসে।
পরে আলোচনা সভার শুরুতে অতিথিদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করে নেয়া হয়। শেষে কেক কেটে নিউজবাংলার প্রথম বর্ষপূতি উদযাপন করেন অতিথিরা।
আলোচনায় সঞ্চালনা করেন নিউজবাংলার কুষ্টিয়ার প্রতিবেদক মো. জাহিদুজ্জামান।
প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, ‘নিউজবাংলা যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে তা যেন আগামীতে ধরে রাখে। সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি উন্নয়নের খবরও তুলে ধরার আহ্বান থাকল।’
একই সঙ্গে অনিবন্ধিত সংবাদমাধ্যম বন্ধে সরকার যে উদ্যোগ নিচ্ছে তাতে প্রকৃত সাংবাদিকদের সহায়তা করার আহ্বান জানানো হয়।
বিশেষ অতিথির বক্তব্যে সচেতন নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম টুকু বলেন, ‘বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বড় অভাব। সেখানে নিউজবাংলা ব্যতিক্রম। অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য নিউজবাংলা।’
নিউজবাংলা ফোরাম কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা পরিবেশবাদী খুলিলুর রহমান মজু বলেন, ‘সংবাদ উন্নয়নের সূত্র। তাই এই মাধ্যম বস্তুনিষ্ঠ হলে তা ত্বরান্বিত হয়। সবাইকে নিউজবাংলার সঙ্গে থাকার আহ্বান জানান।’
অনুষ্ঠানের সভাপতি প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী বলেন, সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়। সেই হিসেবেই সাংবাদিকতা চলতে হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আল মামুন সাগর।