বর্ণিল আয়োজনে রাঙ্গামাটিতে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিনটি উপলক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক কার্যালয় প্রদক্ষিণ করে একটি আনন্দ শোভাযাত্রা হয়।
পরে রাঙামাটি জেলা পরিষদ হলরুমে হয় আলোচনা সভা। আলোচনা শেষে কাটা হয় কেক। এ সময় রাঙ্গামাটি জেলা প্রতিনিধি সুপ্রিয় চাকমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাঙ্গামাটির স্থানীয় স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন ‘হিলর প্রোডাকশন’র সাংস্কৃতিক কর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, পাহাড়ের প্রথম বেতার শিল্পী সুরকার ও রাঙ্গামাটি নিউজবাংলা ফোরামের উপদেষ্টা রনজিত দেওয়ান, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও রাঙ্গামাটি নিউজবাংলা ফোরামের উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা ও দৈনিক বণিক বার্তার প্রতিনিধি প্রান্ত রনি।
স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা প্রতিনিধি সুপ্রিয় চাকমা (শুভ)। এ সময় আলোকচিত্রী তৌসিফ মান্নান, হিলর প্রোডাকশনের সাধারণ সম্পাদক ইমন চাকমা, সাংগঠনিক সম্পাদক নিপায়ন চাকমা, কার্যকরী কমিটির সদস্য ঋতু ও কেয়া চাকমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী ও কেয়া চাকমা।
দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি প্রান্ত রনি বলেন, ‘আধুনিক প্রযুক্তির এই সময়ে অনলাইন নিউজপোর্টালের ওপর মানুষের আস্থা বেড়েছে। মানুষ এখন মুহুর্তের মধ্যেই মুঠোফোনের মাধ্যমে সংবাদ পাচ্ছেন।
‘প্রতিষ্ঠার এক বছরেই পাঠকপ্রিয়তা পেয়েছে নিউজবাংলা। সব শ্রেণির মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে নিউজপোর্টালটি।’
সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও রাঙ্গামাটি নিউজবাংলা ফোরামের উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা বলেন, ‘দেশে যে সকল গণমাধ্যম রয়েছে, সেগুলোর মধ্যে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম অন্যতম। যাত্রার শুরু থেকে রাঙ্গামাটির সব বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরছেন জেলা প্রতিনিধি সুপ্রিয় চাকমা শুভ। অল্প সময়ে নিউজবাংলা এতদূর এগিয়েছে যা গৌরবের।’
নিউজবাংলার অগ্রযাত্রার শুভকামনা জানিয়ে পাহাড়ের প্রথম বেতার শিল্পী, সুরকার ও রাঙ্গামাটি নিউজবাংলা ফোরামের উপদেষ্টা রনজিত দেওয়ান বলেন, ‘আশা করছি নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম আগামীতে আরও অনেক কিছু করবে। দেশের একটি জনপ্রিয় নিউজপোর্টাল হিসেবে পরিচিতি লাভ করবে।’
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বলেন, ‘নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কথা শুনেই চিন্তা করেছি এ অনুষ্ঠানে আসা উচিত। আমি আশা করি, রাঙ্গামাটিতে সাংবাদিকতায় নতুন কিছু যোগ হবে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে।’