শরীয়তপুরে নিউজবাংলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন শুরু হয় পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে।
জেলা শহরে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকের কার্যালয়ে শুক্রবার বেলা ১১টায় নিউজবাংলার প্রথম জন্মদিন উদযাপিত হয়।
এ সময় অতিথিদের দেয়া হয় শরীয়তপুর থেকে গত এক বছরে নিউজবাংলায় প্রকাশিত সংবাদগুলোর হার্ড কপি।
এই আয়োজনে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, উদীচীর সভাপতি এম এম আলমগীর হোসেন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির জেলা প্রতিনিধি বিএম ইস্রাফিল।
এ সময় বক্তারা বলেন, গত এক বছরে অনলাইন সংবাদমাধ্যম হিসেবে নিউজবাংলার সংবাদের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার প্রশংসা করেন। আগামীতে এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশাও জানান তারা।
আলোচনা শেষে কেক কাটার আয়োজন করা হয়। তাতে অংশ নেয় শিশু ও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সাংবাদিক সত্যজিৎ ঘোষ, বেসরকারি চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুল আমিন রবিন, এনটিভির আব্দুল আজিজ শিশির, নিউজ টোয়েন্টিফোরের মো. রতন, গাজি টিভির মানিক মিয়া, জাগো নিউজের সগীর হোসেন, ঢাকা পোস্টের মেহেদী হাসান, মাই টিভির সজিব শিকদার, সময় ও বিটিভির জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপন।