গাইবান্ধায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিনটি উপলক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটাসহ বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আয়োজনের শুরুতে একটি র্যালি জেলা পরিষদ থেকে বের হয়ে রেলগেট ঘুরে আসে। এরপর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।
এতে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ও গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি খালেদ হোসেন।
শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদমানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মতলুবর রহমান বলেন, ‘সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদপত্রের মাধ্যমে অন্যায়-অবিচারসহ দেশের নানা সাফল্য উন্মোচিত হয়। বিচার বিভাগ থেকে শুরু করে বিভিন্ন উচ্চ দপ্তরের গোয়েন্দা সংস্থা সংবাদকর্মীদের অনুসরণ করে। তাদের তথ্যে অনেক বড় অপরাধের বিচার প্রতিষ্ঠিত হয়।’
বিশেষ অতিথি ওসি মাসুদুর রহমান বলেন, ‘নিউজবাংলা অল্প সময়ের মধ্যে পাঠকনন্দিত হিসেবে পরিচিতি পেয়েছে। আগামীতেও নিউজবাংলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আমি মনে করি।’
‘নিউজবাংলা শুধু একটি পোর্টাল নয়, অল্প সময়েই এটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। পোর্টালটি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। তা ছাড়া তাৎক্ষণিক সংবাদেও পোর্টালটি এগিয়ে আছে বলে আমি মনে করি,’ বলেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি খালেদ হোসেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রিপন আকন্দ, এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন সমন্বয়কারী আশরাফুল আলমসহ জেলার অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী।
জিল্লুর রহমান পলাশ বলেন, ‘নিউজবাংলা শুরু থেকে পেশাদারত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। তা ছাড়া পোর্টালটি নানা অনুসন্ধানমূলক খবর প্রচার করেও সুনাম কুড়িয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকলে পত্রিকাটি আরও এগিয়ে যাবে।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাভেদ হোসেন।
আলোচনা সভা শেষে অতিথিরা সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেট কাটেন।