বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিউজবাংলার টিম প্রফেশনাল: চট্টগ্রামের আয়োজনে অতিথিরা

  •    
  • ১ অক্টোবর, ২০২১ ১৫:০৬

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু বলেন, ‘মত প্রকাশের সহযোগী নিউজবাংলা। এই প্রতিষ্ঠান জন্ম থেকে মানবাধিকার নিয়ে কাজ করছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে।’

বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে চট্টগ্রামে।

দিনটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে নিউজবাংলার চট্টগ্রাম অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম ওয়াসা পরিচালনা বোর্ডের সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রধান প্রতিবেদক ভূঁইয়া নজরুল, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, আইনজীবী সৈয়দা সাজিয়া আফরিন।

শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদমানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘কিছু কিছু মিডিয়া নিজেদের মিশন নিয়ে সংবাদ প্রচার করে। তারা নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত থাকে, যা সাংবাদিক সমাজের জন্য অপমানজনক। এ ক্ষেত্রে নিউজবাংলা ব্যতিক্রম। সম্পূর্ণ পেশাদার একটি সংবাদমাধ্যম নিউজবাংলা।’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, ‘নিউজবাংলা অত্যন্ত সফলতার সঙ্গে এক বছর পার করেছে। বন্দর নগরীর মিডিয়াগুলোর মধ্যে যে প্রতিযোগিতা, তার মধ্যে নিউজবাংলা চট্টগ্রাম টিম সফলতার সঙ্গে কাজ করছে। এমন অনেক নিউজ আছে যেগুলোর সোর্স নিউজবাংলা।’

চট্টগ্রাম ওয়াসা পরিচালনার বোর্ডের সদস্য মহসীন কাজী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় নিউজবাংলা পরিচালিত হয়। এ প্রতিষ্ঠানের সম্পাদক স্বদেশ রায় একজন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক। নিউজবাংলার টিম প্রফেশনাল। এক বছরে তারা নিজেদের প্রমাণ করেছে।’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, ‘নিউজবাংলা এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে পাঠকের প্রত্যাশা অনুযায়ী নিউজবাংলা কাজ করবে- এমনটাই প্রত্যাশা।’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামের সুখ-দুঃখের খবর তুলে ধরার জন্য নিউজবাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব নিউজবাংলা আরও ভালো করবে। এই মিডিয়ার অগ্রযাত্রা আরও মসৃণ হোক সেই কামনা করছি।’

দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রধান প্রতিবেদক ভূঁইয়া নজরুল বলেন, ‘নিউজবাংলা চট্টগ্রামের টিমটি একদল তরুণ নিয়ে গড়া। টিমটি গত এক বছর ধরে চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে সেই কামনা করছি।’

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু বলেন, ‘মত প্রকাশের সহযোগী নিউজবাংলা। এই প্রতিষ্ঠান জন্ম থেকে মানবাধিকার নিয়ে কাজ করছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে।’

নিউজবাংলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য রুবেল খান, সচেতন নাগরিক কমিটি চট্টগ্রাম নগরের সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের এস্টেট অফিসার (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন চৌধুরী, বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমান।

আরও শুভেচ্ছা জানান বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার আল রাহমান, নাগরিক টিভির ব্যুরো প্রধান এ কে আজাদ, বাংলা ট্রিবিউনের ব্যুরো প্রধান হুমায়ুন মাসুদ, ঢাকা পোস্টের ব্যুরো প্রধান কাজী মনজুরুল ইসলাম, নিউ এইজের ব্যুরো প্রধান সরওয়ার কামাল ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ বিভাগের আরো খবর