অনলাইন নিউজপোর্টাল নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সাভারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন হয়েছে।
আশুলিয়া প্রেস ক্লাবের হলরুমে শুক্রবার দুপুর ১২টায় অতিথিরা নিউজবাংলার প্রথম জন্মদিন উদযাপনে যোগ দেন। তাতে কেক কাটেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম ও আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয় আর সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন।
শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদের মানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান অতিথি স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দেশের সংবাদমাধ্যমে নতুন ধারা যুক্ত করেছে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম। গত এক বছরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে নিউজবাংলা সবার আস্থা অর্জন করেছে।
এই সংবাদমাধ্যমের সঙ্গে জড়িত সবাইকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি রফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘নিউজবাংলার প্রথম বর্ষপূর্তিতে অনেক শুভেচ্ছা। বস্তুনিষ্ঠতা ও সততা নিয়ে নিউজবাংলা আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।’
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, ‘নিউজবাংলায় প্রকাশিত সংবাদ বস্তুনিষ্ঠ। এমন বেশ কিছু প্রতিষ্ঠানের প্রকাশিত সংবাদ চাঞ্চল্যকর অনেক মামলার তদন্তে সহায়ক ভূমিকা পালন করেছে।’
আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও থানা আওয়ামী লীগের সদস্য সুমন আহমেদ ভূঁইয়াও নিউজবাংলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানিয়েছেন।