বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে রাজশাহীতে।
দিনটি উপলক্ষে শুক্রবার সকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন হলরুমে আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত অতিথিরা নিউজবাংলার সংবাদমানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
একই সঙ্গে আগামী দিনে রাজশাহী অঞ্চলের মানুষের কাছে নিউজবাংলা আস্থার গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাবে এমন প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউজবাংলা যাত্রা শুরুর পর থেকেই পাঠকের চাহিদা পূরণের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে। সমাজের অসংগতি, দুর্নীতি, সাফল্য ও সম্ভাবনা উপস্থাপনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখছে। আগামী দিনেও তারা এমন ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিল হক, সাবেক সহসভাপতি শরীফ সুমন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।
এ সময় স্বাগত বক্তব্য দেন নিউজবাংলার রাজশাহী ব্যুরো প্রধান আহসান হাবীব অপু। অনুষ্ঠান পরিচালনা করেন নিউজবাংলা ফোরামের প্রধান উপদেষ্টা ওয়ালিউর রহমান বাবু।
আলোচনা শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।