ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা ভর্তিচ্ছুরা অভিভাবকদের সঙ্গে নিয়েই পরীক্ষা দিতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে ভিড় এড়াতে সামনের পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের না আসার অনুরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, ‘পরীক্ষা চলাকালীন বিভিন্ন জায়গায় অযথা ভিড় না করতে আমরা অনুরোধ করেছিলাম। তারপরও কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, অনেক অভিভাবক এসেছেন। আমরা অনুরোধ করব, সামনের পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক এবং অন্যরা যেন না আসেন। তাহলে ভিড় এড়ানো যাবে। অনেক ঝুঁকি কমবে। সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মর্যদা সেটি সমন্বিত রেখেই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য মোতাবেক সুষ্ঠু এবং সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব এবং তাদের সময় ও অর্থ সাশ্রয়ে এবার বিভাগীয় শহরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান। ছবি: নিউজবাংলা
‘আমি বিভাগীয় শহরের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু এবং সুন্দরভাবেই তারা পরীক্ষা শুরু করেছে। সবাইকে অনুরোধ করব অবজ্ঞাবসত যেন আমরা স্বাস্থ্যবিধির কোনো অংশই উপেক্ষা না করে।’
প্রশ্নফাঁসকারী ও জালিয়াতি চক্রের ফাঁদে পা না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘আপনার সন্তানের প্রতি যত্ন রাখুন। কেউ যেন তাদের বিভ্রান্ত করতে না পারে। আমরা বরাবরই অনিয়ম-জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার।
‘সকল ধরণের জালিয়াতি চক্রের মূলোৎপাঠন করা আমাদের দৃঢ় প্রত্যয়। সেটিএরই মধ্যে আমরা করেছি। বিভিন্ন সময় জালিয়াতি করা ৮৯ শিক্ষার্থীকে আমরা ভর্তি বাতিল করে আইনের আওতায় নিয়ে এসেছি।’
বেলা ১১টা থেকে শুরু হয় ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া সাতটি বিভাগের আরও সাত বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা শুরু হয়, চলে সাড়ে ১২টা পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে আসন ১ হাজার ৮১৫টি। এর বিপরীতে ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসাবে আসন প্রতি লড়বেন ৬৪ জন শিক্ষার্থী।
আটটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও ‘ক’ ইউনিটের সবেচেয়ে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সকল শিক্ষার্থী উপস্থিত থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রায় পঞ্চাশটি সেন্টারে ক ইউনিটে ভর্তিচ্ছু ৫৮ হাজার ৬০৩ জন শিক্ষার্থী এখানে পরীক্ষা দেয়।