নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় নারী-পুরুষ ও শিশুসহ ২৪ জনকে আটক করেছে এপিবিএন ও কোস্ট গার্ড সদস্যরা।
ভাসানচর থেকে ১০ কিলোমিটার দূরের একটি জঙ্গলে বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম শুক্রবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আটক রোহিঙ্গারা হলেন এহেসান উল্লাহ, কিসমতারা, সেনোয়ারা, নূরুল আজিম, সৈকত আরা, মো. ইব্রাহিম, জামালিদা, মো. আলী, সেফায়েত উল্লাহ ও হাসিনা। অন্যরা অপ্রাপ্তবয়স্ক।
জেলা পুলিশ ও প্রশাসন জানিয়েছে, বুধবার রাত ২টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর উদ্দেশ্যে তারা গোপনে ওই জঙ্গলে অবস্থান নেয়। দালালের মাধ্যমে নৌকায় করে তারা সেখানে যায়। তাদের লক্ষ্য ছিল চট্টগ্রামে যাওয়া।
নোয়াখালীর এসপি শহীদুল ইসলাম জানান, আটকদের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন (সিআইসি) অফিসে হস্তান্তর করা হয়েছে।