উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনে পাবনায় নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রেস ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলমসহ অতিথিরা।
পরে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদমানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে নিউজবাংলা সামনের দিকে এগিয়ে নিতে হবে।’
পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, ‘নিউজবাংলা এরই মধ্যে একটি পরিচ্ছন্ন সংবাদমাধ্যম হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে। আমি গণমাধ্যমটির উত্তরোত্তর সফলতা কামনা করি।’
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, সমাজে অনিয়ম, দুর্নীতি ও অপরাধ দমনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে ভূমিকা রাখছে গণমাধ্যমটি।
পাবনা জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম জানান, বর্তমানে অসংখ্য সংবাদমাধ্যম থাকলেও নিউজবাংলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে।
পাবনা প্রেস ক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদের সভাপতিত্বে ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, রেডিও বাংলাদেশের জেলা প্রতিনিধি সুশীল তরফদার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ বাবলা, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি আহমেদ হুমায়ুন কবির তপু, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, নিউ এইজের জেলা প্রতিনিধি মাহফুজ আলমসহ অনেকেই।