বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিউজবাংলায় উৎসবের সকাল-দুপুর

  •    
  • ১ অক্টোবর, ২০২১ ১৩:৩০

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন পয়লা অক্টোবর সকাল ১০টার মধ্যেই অফিসে চলে আসেন সব কর্মী। তারা গল্প-হাসিতে বর্ষপূর্তির শুভেচ্ছা বিনিময় করেন। তাদের অনেকে ছবি ও সেলফি তোলেন।

সংবাদ নিয়ে প্রতিদিনকার মতো তাড়া নেই বার্তাকক্ষে। চারপাশে রঙের ছড়াছড়ি। কর্মীদের গায়ে নেভি ব্লু টি-শার্ট। বেলুনে রঙিন চারপাশ। অফিসজুড়ে হইহুল্লোড়।

এত আয়োজনের উপলক্ষ একটি। এক বছর আগের এ দিনে ‘খবরের সব দিক, সব দিকের খবর’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন পয়লা অক্টোবর সকাল ১০টার মধ্যেই অফিসে চলে আসেন সব কর্মী। তারা গল্প-হাসিতে প্রতিষ্ঠানের বর্ষপূর্তির শুভেচ্ছা বিনিময় করেন। তাদের অনেকে ছবি ও সেলফি তোলেন।

অতিথিদের শুভেচ্ছা

প্রতিষ্ঠাবার্ষিকীতে নিউজবাংলাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই কার্যালয়ে আসা শুরু করেন অতিথিরা। কর্মীরা ফুলে দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানান।

২০২০ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে নিউজবাংলা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ছিল অনলাইন এ নিউজ পোর্টালের মূল লক্ষ্য।

এক বছরের যাত্রায় সাংবাদিকতায় পেশাদারত্বের স্বাক্ষর রেখে পাঠকের দৃষ্টি কেড়েছে পোর্টালটি। দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এটি। ভবিষ্যতেও জনপ্রিয়তার এই ধারা অব্যাহত রাখতে চায় সংবাদমাধ্যমটি।

কী বলছেন কর্মীরা

এ বিষয়ে সংবাদমাধ্যমটির সিনিয়র রিপোর্টার প্রতীক আকবর বলেন, ‘এ সকালটা একটু সহজ লাগছে। কাজের চাপ কম। আড্ডা আড্ডা মুডে আছি। সহকর্মীদের সাথে নানা হাস্যরস এবং ছবি তোলাতেই বেশি সময় যাচ্ছে। সব মিলিয়ে খুব মজা করছি।’

কাজের অভিজ্ঞতা নিয়ে স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন সুমন বলেন, ‘নিউজবাংলার এক বছর। এখানে আমি বিজনেস বিটে কাজ করছি। ১০ মাসের অভিজ্ঞতায় মনে হয়েছে অনলাইন সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছে নিউজবাংলা।

‘পাঠকের কাছে পাঠযোগ্য করে সংবাদ পরিবেশন করে ক্রমেই জনপ্রিয় হচ্ছে। আগামী পথচলায় এ জনপ্রিয়তা আরও বাড়বে বলে আশা রাখি।’

আরেক স্টাফ রিপোর্টার তবিবুর রহমান বলেন, ‘গত বছর এবং এ বছরজুড়ে আলোচনায় স্বাস্থ্য খাত। আমি এখানে স্বাস্থ্য বিটের নিউজ করি। সবসময় চেষ্টা ছিল নির্ভুল, পূর্ণাঙ্গ তথ্য পাঠকের কাছে তুলে ধরার। আগামীতেও সেই ধারা অব্যাহত রাখতে চাই। পথ চলার নতুন বছরের শুভকামনা।’

স্টাফ রিপোর্টার শিপন আলী প্রামাণিক বলেন, ‘আমি এখানে কালচারাল ও বাম দল নিয়ে কাজ করি। দুর্দান্ত সহকর্মী পেয়েছি। সবাই সবাইকে যেকোনো বিষয়ে সহযোগিতা করে। সবার মধ্যে আন্তরিকতায় কোনো ঘাটতি নেই।’

নিউজবাংলা সংবাদের পাশাপাশি অন্য কী কী দিক নিয়ে কাজ করে, তা তুলে ধরেন ক্রিয়েটিভ ডিরেক্টর সৌরভ পান্ডে।

তিনি বলেন, ‘অনলাইন পোর্টাল হলেও আমরা শুধু নিউজ নিয়ে কাজ করি না। ভিজ্যুয়াল, পিকচার, ভিডিওতে আমরা গুরুত্ব দেই বেশি।

‘পাঠকের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু নির্ধারণ করার চেষ্টা করেছি। সামনের দিনের পথচলা যেন আরও শুভ হয়, সেই কামনা করি।’

নিউজবাংলায় কাজের বৈচিত্র্য নিয়ে স্টাফ রিপোর্টার মেরিনা মিতু বলেন, ‘এখানে আমি বিএনপি বিটের নিউজ করি। এ ছাড়া অফিসের চাহিদা মতো অন্যান্য নিউজও করি।

‘কাজের পরিবশে খুব ভালো। আজ সকালটা অন্যরকম লাগছে। অফিসে ঢুকতেই দেখি চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে।’

প্রথম কর্মস্থল হিসেবে নিউজবাংলা কেমন ছিল, তা জানিয়ে সাব এডিটর তানজিনা রহমান তাসনিম বলেন, ‘এটা আমার প্রথম কর্মস্থল। সংবাদমাধ্যমে কাজ করার আগে মিডিয়া সম্পর্কে ভুল ধারণা ছিল। এখানে কাজ করে সেই ধারণা পাল্টে গেছে। আমি এখানে কাজ করতে পেরে অনেক খুশি।’

নিউজবাংলায় কীভাবে সুসাংবাদিকতা শিখেছেন, তা ‍তুলে ধরে সাব এডিটর নুসরাত জাবীন বিভা বলেন, ‘শুরুর দিন থেকে প্রতিটা নিউজ ধরে ধরে সিনিয়ররা এডিট করা শিখিয়েছেন। শেখানোর সময় একটুও বিরক্ত হননি, রাগারাগি করেননি। যা জানি না, তা জানার জন্য নির্ভয়ে প্রশ্ন করার একটা পরিবেশ পেয়েছি।

‘শুধু কি নিউজের বাক্য, শব্দ, ছবি? সাংবাদিকতার কত নৈতিক বিষয়ও শিখছি এই প্রতিষ্ঠানের কাছ থেকে। সব মিলিয়ে নিউজবাংলার প্রতি আমার কৃতজ্ঞতা সারা জীবনের।’

এ বিভাগের আরো খবর