উৎসবমুখর পরিবেশে ও বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে গোপালগঞ্জে।
দিনটি উপলক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে জেলা উদীচী মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, বেতার ও টেলিভিশনের সুরকার ও সংগীত পরিচালক মোরশেদুল ইসলামসহ অতিথিরা।
উদীচীর শিল্পীরা পরে সংগীত পরিবেশন করেন। এর আগে প্রতিষ্ঠানটির গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্নার সভাপতিত্বে আলোচনা সভা হয়।
শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদ মানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
মোরশেদুল ইসলাম বলেন, মাত্র এক বছরে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের যে সাফল্য তা ঈর্ষণীয়। পোর্টালটি এরই মধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে। এর সংবাদের গভীরতা ও ভিন্নধর্মী উপস্থাপন পাঠকের কাছে প্রশংসা পাবার দাবি রাখে।
গোপালগঞ্জ জেলা বারের সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই মিডিয়াটি সামনের দিকে এগিয়ে যাক। দেশের জন্য, মানুষের কল্যাণে আরও বলিষ্ঠ ভূমিকা রাখুক।’
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমুল ইসলাম বলেন, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম সব সময় যেন গণমানুষের কথা বলে। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখে। আগামীতে তারা যেন দেশে সেরা অনলাইন মিডিয়ার স্থানটি দখল করে নিতে পারে সেই আশা করি।