গোপালগঞ্জের কাশিয়ানীতে এক চিকিৎসককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
উপজেলা পশুসম্পদ অফিসের সামনের সড়কে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সুব্রত সাহা কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা।
কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে প্রাথমিকভাবে ঘটনার কারণ জানা যায়নি।
আহত চিকিৎসক সুব্রত সাহা জানান, প্রতিদিনের মতো তিনি বিকেলে ঘুরতে বেড়িয়েছিলেন। সন্ধ্যার দিকে ফেরার সময় একটি মাইক্রোবাসে করে ৫ থেকে ৭ জন যুবক এসে তাকে কুপিয়ে আহত করে।
স্থানীয় লোকজন তাকে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারা কেন এভাবে হামলা চালিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি এই চিকিৎসক।