চট্টগ্রামের পতেঙ্গায় আব্দুল নবী নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে দুই আসামির যাবজ্জীবন ও চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
বাদী পক্ষের আইনজীবী চন্দন দাস জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বাদশা মিয়া ও মহি উদ্দীন। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন আব্দুল বারেক ও হুমায়ুন কবির। সাইদুল হক, খায়রুল আলম, জেসমিন আক্তার ও লিপি আক্তারকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
তিনি জানান, ২০১৫ সালের ১৭ মে সন্ধ্যা ৭টার দিকে পতেঙ্গা থানার কাঠগড় বাজারের পাশে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আব্দুল নবীকে হত্যা করা হয়। পরদিন আব্দুল নবীর ছোটভাই জাহিদুল আলম পতেঙ্গা থানায় মামলা করেন।
২০১৬ সালের ১৯ মার্চ ওই মামলায় অভিযোগ গঠন করে আদালত।
আইনজীবী চন্দন দাস জানান, পতেঙ্গা থানার আব্দুল নবী হত্যা মামলায় বাদশা মিয়া ও মহি উদ্দীনকে মৃত্যুদণ্ড এবং আব্দুল বারেক ও হুমাইন কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাইদুল হক ও খায়রুল আলমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। সব আসামি পতেঙ্গার বাসিন্দা।
এছাড়া জেসমিন আক্তার ও লিপি আক্তারকে তিন মাসের কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত।