জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ২ অক্টোবর। চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এই পরীক্ষায় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৫-১৬, ২০১৪-১৫, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়নে আগ্রহী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- দুপুর ১টা ৩০ মিনিটে প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) এই পরীক্ষা শুরু হবে।
সারাদেশে মোট ১ হাজার ৮৫৯টি কলেজের ৭০২টি কেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ৯৫৫ শিক্ষার্থীর এই পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে। ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গাজীপুর জেলার বোর্ডবাজারে ১৯৯২ সালের ২১ অক্টোবর প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজ এখন ২ হাজার ২৭৪টি। এর মধ্যে ২৭৯টি সরকারি কলেজ আর বাকীগুলো বেসরকারি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৯ লাখ।