চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় আসমাউল নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকায় পদ্মা নদী থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
আসমাউল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বান্নাপাড়া গ্রামের মোহাম্মদ বাবুর ছেলে।
শিবগঞ্জের পাকা ঘাট থেকে বোগলাউড়ি ঘাটে যাওয়ার পথে বুধবার বেলা ২টার দিকে নৌকাডুবির ঘটনাটি ঘটে। ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে নৌকাটি রওনা দেয়ার ১৫-২০ মিনিটের মধ্যেই মাঝনদীতে ডুবে যায়।
ওই দুর্ঘটনার পর ২৬ জনকে জীবিত এবং নিলুফা বেগম ও মাইশা নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার উদ্ধার আসমাউল নিলুফা বেগমের নাতি ও মাইশার ভাই।
পাকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দুরুল হোদা জানান, স্থানীয়রা একাধিক নৌকা নিয়ে সকাল থেকে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেন। বিকেলে সুলতানগঞ্জ এলাকায় আসমাউলের মরদেহ ভেসে উঠলে তারা উদ্ধার করেন।
তিনি আরও জানান, এখনও নিলুফা বেগমের স্বামী খাইরুল ইসলামসহ বেশ কয়েকজন নিখোঁজ। তাদের উদ্ধারে স্থানীয়রা নৌকা নিয়ে তল্লাশি চালাচ্ছেন।