বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হালদায় ফের মৃত ডলফিন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫৯

চবি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পরিচালক ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুরুল কীবরিয়া জানান, ডলফিনটির দৈর্ঘ্য ৫৯ ইঞ্চি। ওজন ৩৫ থেকে ৪০ কেজি। ডলফিনটির দেহে পচন ধরায় আঘাতের কোনো চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে ফের মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

হাটহাজারী মদুনাঘাটসংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এটি উদ্ধার করা হয়। ডলফিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং প্রাণিবিদ্যা বিভাগকে হস্তান্তর করা হয়েছে।

চবি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পরিচালক ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুরুল কীবরিয়া জানান, ডলফিনটির দৈর্ঘ্য ৫৯ ইঞ্চি। ওজন ৩৫ থেকে ৪০ কেজি। ডলফিনটির দেহে পচন ধরায় আঘাতের কোনো চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) তালিকা অনুযায়ী ডলফিনের এই প্রজাতিটি অতি বিপন্ন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদায় ৩০টি ডলফিনের মৃত্যু রেকর্ড করেছে বলেও জানান তিনি।

প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হিসেবে সরকার ২০১০ সালে চট্টগ্রামের নাজিরহাট থেকে কালুরঘাট পর্যন্ত হালদা নদীর প্রায় ৪০ কিলোমিটার এলাকাকে জলজ প্রাণীর অভয়ারণ্য ঘোষণা করে। তবে এখানে প্রায়ই মেলে মৃত ডলফিন।

বিশেষজ্ঞদের অভিযোগ, ট্রলার ও জাহাজের ইঞ্জিনের পাখার আঘাতে সবচেয়ে বেশি ডলফিনের মৃত্যু হয়। এ ছাড়া জালে জড়িয়েও ডলফিনের মৃত্যু হয়। অসতর্কতা ও অসচেতনতাই হালদায় ডলফিনের মৃত্যুর অন্যতম কারণ।

এ বিভাগের আরো খবর