চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
বিশ্ববিদ্যালয়ের জারুলতলার সামনে থেকে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ মাংসগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত দুইজন পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
প্রত্যক্ষদর্শী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রমযান হোসেন অপু বলেন, ‘দুজন লোক কলা ঝুপড়ির ওদিক থেকে শসা নিয়ে আসছিলেন। তাদের শসার দাম জিজ্ঞেস করায় তারা বলেন শসা বিক্রি করা যাবে না। এরপর তারা তড়িঘড়ি করে স্থান ত্যাগ করার চেষ্টা করেন।’
তিনি আরও বলেন, ‘তাদের আচরণ দেখে সন্দেহ হওয়াতে আমি তাদের আটকাই। আটকানোর পর দেখা যায় শসার ঝুড়ির মধ্যে হরিণের মাংস। এ সময় কিছু ভাবার আগেই তারা পালিয়ে যান।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বলেন, ‘চাকসুর পেছনে পাহাড় থেকে দুই ব্যক্তি সবজির টুকরিতে করে হরিণের মাংস নিয়ে যাচ্ছিলেন। চাকসুর সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের আটকানো হলে তারা টুকরি রেখে পালিয়ে যান।
‘স্থানীয় যারা অভিজ্ঞ বা চেনেন তারা সবাই বলছেন এগুলো হরিণের মাংস। ১৫ থেকে ২০ কেজি ওজনের হরিণ হতে পারে অনুমান করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘মাংসগুলো বন্য প্রাণী অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সিসিটিভি দেখে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।’