চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে ছাত্রলীগের গ্রুপ ‘বিজয়ের’ দুই পক্ষের মধ্যে বুধবার গভীর রাতে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে।
আহত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের মোজাহিদুল ইসলাম মোজাহিদ, অ্যাকাউন্টিং বিভাগের মো. জাহেদ, রাজনীতি বিজ্ঞান বিভাগের সাব্বির আহমেদ ও ইসলামিক স্টাডিজের সাহিল কবির।
বিশ্ববিদ্যালয় মেডিক্যালের দায়িত্বে থাকা চিকিৎসক টিপু সুলতান নিউজবাংলাকে বলেন, ‘রাতে আহত অবস্থায় চারজন আমার কাছে আসে। এর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‘তারা দুইজন হলেন জাহেদ ও মোজাহিদ। জাহেদের মাথায় কোপ দেয়া হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। মোজাহিদের সারা শরীরে রড দিয়ে আঘাত করা হয়েছে এবং বিভিন্ন স্থানে কোপ দেয়া হয়েছে।’
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিজয় গ্রুপ থেকে মোজাহিদকে বাদ দেয়া নিয়ে অনেকদিন ধরেই অর্ন্তকোন্দল চলছিল। এর জেরে প্রতিপক্ষ ইলিয়াস ও তার অনুসারীদের সঙ্গে মোজাহিদ ও তার অনুসারীদের সংঘর্ষ হয় বুধবার রাতে।
এ বিষয়ে বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জামায়াতের সাবেক আমির জাকির হোসেনের ছেলে মোজাহিদুল ইসলাম বিজয় গ্রুপে ঘাপটি মেরে থেকে জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছিল। আমাকে আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থা ফোন দিয়ে বলে জামায়াতের আমিরের ছেলে কীভাবে ছাত্রলীগ করে। বিষয়টি জানার পর থেকে তাকে আমাদের গ্রুপ থেকে বাদ দেই।
‘গতকাল সে আমাদের এক কর্মীকে আক্রমণ করে। তখন ছাত্রলীগ তাকে প্রতিহত করে।’
মোজাহিদুল ইসলাম আহত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া বলেন, ‘আমরা খবর পেয়ে পুলিশসহ হলে গিয়েছি। হলে রেইড দিয়ে কাউকে পাইনি। লিখিত অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখব।’