বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাত্রলীগ নেতার বাধায় বন্ধ পন্টুন স্থাপন

  •    
  • ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০৩

ছাত্রলীগ নেতা মাহমুদুল হক বলেন, ‘সরকারি জায়গা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। তবে পন্টুনটি ব্যক্তিমালিকানাধীন জায়গায় স্থাপন করা হচ্ছে। তাই আমার দাবি, আগে সরকারি রাস্তা বের করা হোক, তারপর পন্টুন স্থাপন করুক।’

ছাত্রলীগের সাবেক নেতার বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় একটি নৌকাঘাটে পন্টুন স্থাপন করতে পারেনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার দুপুরে পৌর এলাকার কাউতলী বাজারের নৌকাঘাটে পন্টুন স্থাপনে গেলে ওই স্থান নিজের দাবি করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে বাধা দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজি মাহমুদুল হক ভূইয়া। পরে পন্টুন স্থাপন না করেই ফিরে যান কর্মকর্তারা।

স্থানীয় লোকজন জানান, শহরের তিতাস নদীর শাখা এন্ডারসন খাল ও কাউতলী বাজার এলাকায় যাত্রী চলাচল ও মালপত্র পরিবহনের সুবিধার্থে নৌকা ঘাটটিতে পন্টুন স্থাপন করার কথা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। পাঁচ মাস আগে সেখানে পন্টুনটি নেয়া হয়।

পন্টুনটি স্থাপনের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগকে একটি চিঠি দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ওই চিঠিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ২৬ ও ২৭ সেপ্টেম্বরে উচ্ছেদ অভিযান চালাতে বলা হয়। তবে নির্ধারিত দিনে উচ্ছেদ অভিযান চালানো হয়নি। পরে বিআইডব্লিউটিএ কর্মকর্তা আব্দুল মোতালিব বুধবার পন্টুন স্থাপন করতে গেলে বাধার মুখে পড়েন।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মাহমুদুল হকের দাবি, অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দেয়ার পর তিনি ব্যক্তিমালিকানাধীন জমির স্থাপনা রক্ষায় মন্ত্রণালয়ে একটি আবেদন করেন। এর ভিত্তিতে একটি চিঠি ইস্যু করেছে মন্ত্রণালয়।

তিনি অভিযোগ করেন, নোটিশ পাওয়ার পর সরকারি জমি থেকে স্বেচ্ছায় অর্ধেক মানুষ তাদের দোকানপাট সরিয়ে নিয়েছেন। তবে একটি পক্ষ আশুগঞ্জ ভৈরব বাজার নদীবন্দর কর্মকর্তাদের যোগসাজশে সরকারি জায়গা দখলে রেখে ব্যক্তিগত জায়গা দিয়ে ঘাটের রাস্তা করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘সরকারি জায়গা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। তবে পন্টুনটি ব্যক্তিমালিকানাধীন জায়গায় স্থাপন করা হচ্ছে। তাই আমার দাবি, আগে সরকারি রাস্তা বের করা হোক, তারপর পন্টুন স্থাপন করুক।’

পন্টুন স্থাপনে বাধা পাওয়ার পর বাজার কমিটি ও জায়গার মালিকদের সঙ্গে কথা বলেছেন ভৈরব বন্দরের সহকারী সমন্বয় কর্মকর্তা আব্দুল মোতালিব।

তিনি বলেন, ‘পন্টুনটি আরও ৫ মাস আগে এখানে এনে রাখা হয়েছিল নৌকা যাত্রীদের সুবিধার্থে। তবে পন্টুনটি স্থাপন করতে এলে জানতে পারি সরকারি জায়গায় নয়, এটি ব্যক্তিমালিকানাধীন জায়গায় স্থাপন করা হচ্ছে। ‘আমি এখানে নতুন এসেছি। বিষয়টি সম্পর্কে বেশি জানি না। যেহেতু একটি অভিযোগ এসেছে, তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

এ বিভাগের আরো খবর