বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রূপগঞ্জ ট্র্যাজেডি: আরও এক শ্রমিকের দেহাবশেষ হস্তান্তর

  •    
  • ২৯ সেপ্টেম্বর, ২০২১ ২২:৪৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ৮ জুলাই হাশেম ফুডস কারখানায় আগুন লেগে অন্তত ৫২ জনের মৃত্যু হয়। এরপর নিখোঁজ কয়েকজন শ্রমিকের সন্ধানে সেখানে এক মাস পর তল্লাশি হয়। তখন যেসব দেহাবশেষ পাওয়া গেছে, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

রূপগঞ্জ ট্র্যাজেডির দুই মাস পর ইসমাইল হোসেন নামে আরও এক শ্রমিকের দেহাবশেষ হস্তান্তর হয়েছে পরিবারের কাছে।

ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ থেকে বুধবার বিকেলে পরিবারের কাছে তার দেহাবশেষ বুঝিয়ে দেন নারায়ণগঞ্জ সিআইডির কর্মকর্তারা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ৮ জুলাই হাশেম ফুডস কারখানায় আগুন লেগে অন্তত ৫২ জনের মৃত্যু হয়। এরপর নিখোঁজ কয়েকজন শ্রমিকের সন্ধানে সেখানে এক মাস পর তল্লাশি হয়। তখন যেসব দেহাবশেষ পাওয়া গেছে, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

স্বজনরা জানান, ইসমাইল হোসেনের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। তিনি কারখানার চতুর্থ তলার শ্রমিক ছিলেন। আগুনের ঘটনার পর তিনি নিখোঁজ ছিলেন। উদ্ধার করা মরদেহের মধ্যে তাকে শনাক্ত করা যায়নি।

সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারুন উর রশীদ নিউজবাংলাকে জানান, হাশেম ফুডের কারখানা শ্রমিক মহিউদ্দিন, সাজ্জাদ ও লাবুনির নিখোঁজ সংবাদ জানিয়ে স্বজনরা আবেদন করেছিলেন সিআইডিতে। তখন গত ৭ ও ৯ সেপ্টেম্বর দুদফায় কারখানায় তল্লাশি করা হয়। কারখানার চতুর্থ তলা থেকে যেসব মাথার খুলি, হাড়, কঙ্কাল ও চুল উদ্ধার হয়েছিল তার ডিএনএ পরীক্ষা করা হয়। তাতেই মহিউদ্দিনের দেহাবশেষ শনাক্ত হয়েছে।

হাশেম ফুডস কারখানায় আগুনের ঘটনায় পুলিশ মামলা করেছিল। তাতে কারখানার মালিক আবুল হাশেম, তার চার ছেলেসহ আটজনকে আসামি করা হয়। পুলিশ আসামিদের গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। পরে তারা আদালত থেকে জামিন পেয়েছেন।

এ বিভাগের আরো খবর