বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উপজেলা চেয়ারম্যান শিশির রিমান্ডে

  •    
  • ২৯ সেপ্টেম্বর, ২০২১ ২১:২৮

‘একটা ওয়ান ইলেভেন দরকার’- এই বক্তব্যের উদ্দেশ্য জানার জন্যই রিমান্ডের আবেদন করা হয়।

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য মো. শাহজাহান শিশিরকে এক দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেয়।

আদেশের আগে মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর কোতোয়ালি থানার এসআই পার্থ বণিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিশিরের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৪ জুলাই রাতে জাকির হোসেন মারুফ নামক ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগের এক বিতর্কিত সদস্য হেলেনা জাহাঙ্গীরের প্রসঙ্গ টেনে কিছু প্রতিরোধমূলক প্রস্তাব করেন। সেখানে শাহজাহান শিশির কমেন্ট করেন, ‘এসব কথা তাদের কর্ণতে পৌঁছাবে না কখনো। পাপলু, সাহেদ, হেলেনা বা জরিনার মধ্যে এরা সীমাবদ্ধ নয়। এর মাঝে তারা সৃষ্টি করেছে আরও অনেককে। অতএব তাদের জন্য দরকার একটা ওয়ান ইলেভেনের।’

‘একটা ওয়ান ইলেভেন দরকার’- এই বক্তব্যের উদ্দেশ্য জানার জন্যই রিমান্ডের আবেদন করা হয়।

রিমান্ড শুনানিতে অন্য মামলায় কারাগারে থাকা শাহজাহান শিশিরকে আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গাজী শাহ আলম এবং অ্যাডভোকেট ইব্রাহিম খলিল মজুমদার জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করে।

মামলার আইনজীবী ইব্রাহিম খলিল মজুমদার জানান, অন্যের পোস্ট শেয়ার করার জন্য চেয়ারম্যান শিশিরের বিরুদ্ধে ২০২০ সালের ৬ ডিসেম্বর একই আইনে একটি মামলা হয়। ওই মামলায় গত বছরের ১৭ ডিসেম্বর আত্মসমর্পণ করলে হাইকোর্ট তার ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করে। গত ১ সেপ্টেম্বর তিনি মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন হওয়ার পর গত ২৭ সেপ্টেম্বর জামিনের কাগজ জেলখানায় গেলে রিমান্ড হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ১৯ জুলাই কচুয়ায় একটি স্কুলের নির্মাণাধীন ভবনে কাজের মান নিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নূর আলমকে মারধর করার অভিযোগ ওঠে শিশিরের বিরুদ্ধে। এ ঘটনার চার দিন পর স্থানীয় সরকার বিভাগ থেকে চেয়ারম্যান শিশিরকে বরখাস্ত করা হয়। এ ছাড়া ওই প্রকৌশলী শিশিরের বিরুদ্ধে কচুয়া থানায় একটি মামলাও করেছিলেন।

এ বিভাগের আরো খবর