রূপালী ব্যাংক থেকে সাড়ে ৭৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আসামিরা হলেন রূপালী ব্যাংকের সাতক্ষীরার বুধহাটা বাজার শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার (সাময়িক বরখাস্ত) গোলাম মোস্তফা ও সাতক্ষীরা করপোরেট শাখার অফিসার শেখ আরিফুর রহমান।
দুদক এ মামলার জন্য বুধবার অনুমোদন দেয় বলে নিউজবাংলাকে জানান উপপরিচালক আরিফ সাদিক।
সংস্থার উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ মামলাটি করবেন।
দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে সাতক্ষীরার ১৫ জন গ্রাহকের নামে ৭৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ মঞ্জুর করেন।
এরপর ঋণের টাকা বিভিন্ন গ্রাহকের সঞ্চয়ী হিসাবে স্থানান্তর করে নিজেরাই সব টাকা তুলে নেন। এভাবে টাকা আত্মসাৎ করার বিষয়টি ধরা পড়লে আসামিরা সুদাসল বাবদ ৪৩ লাখ ৯২ হাজার ৭৫৫ টাকা ব্যাংকে জমা দেন। বাকি টাকা এখনও জমা হয়নি।
২০১৮ সালের ৩০ জানুয়ারি থেকে ২০১৯ সালের ১২ ডিসেম্বরের মধ্যে আত্মসাতের ঘটনাটি ঘটে।