রাজশাহীতে বড় ছেলের শ্বশুরের দাফন শেষে চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন নিলুফা বেগম। সঙ্গে ছিলেন স্বামী, মেয়ে ও নাতি-নাতনিসহ পরিবারের ছয়জন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় পাকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর পশ্চিম পাকা এলাকার নিলুফা বেগম ও মেয়ে জেসমিনের সন্তান মাইশার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এখনো নিখোঁজ নিলুফার স্বামী খাইরুল ইসলাম ও জেসমিনের ছেলে আসমাউল। জীবিত উদ্ধার হয়েছেন জেসমিন খাতুন ও নিলুফার আরেক সন্তানের ছেলে সজীব।
পাকা ইউনিয়নের সদস্য দুরুল হোদা বলেন, ‘গত পরশু দিন খাইরুল ইসলামের বিহায় মারা গেছিল। একই পরিবারের ৬ জন রাজশাহী গিয়েছিল। আজ পাকা ইউনিয়নের নিজের বাড়িতে যাচ্ছিল। তারা আমার ওয়ার্ডের বাসিন্দা।’
এর আগে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের পাকা ঘাট থেকে বোগলাউড়ি ঘাটে যাওয়ার পথে বুধবার বেলা ২টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ছাবের আলী প্রামাণিক বলেন, ‘নৌকায় ঠিক কত যাত্রী ছিল তা জানা নেই। তবে ৩০ থেকে ৩৫ যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।
‘বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৬ জনকে জীবিত ও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখনও উদ্ধারকাজ চলছে। ধারণক্ষমতার বেশি মানুষ ও নদীর স্রোতের কারণে নৌকা ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।’