নিজস্ব অর্থায়নে কেনা বাসটি বুধবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।
এতে ৪৭টি আসন রয়েছে। তবে বাসটি কোন রুটে চলবে তা এখনও চূড়ান্ত হয়নি।
উদ্বোধন হওয়া বাসটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা ২৬তম বাস। বাংলাদেশের বৃহত্তম গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতির কাছ থেকে বাসটি কেনা হয়েছে।
বাস উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর অধ্যাপক মো. মোস্তফা কামাল, পরিবহন প্রশাসকসহ আরও অনেকে।
নতুন বাস সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহনবিষয়ক প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্- মাসুদ নিউজবাংলাকে বলেন, ‘শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ২৬তম বাস এটি। বাসটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মালিকানায় কেনা হয়েছে। এখনও বাসের রুট ঠিক হয়নি, আমরা পরে প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য রুট ঠিক করে দেবো।’
নিজস্ব অর্থায়নে কেনা বাসটি বুধবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ। ছবি: নিউজবাংলা
২০০৫ সালে জগন্নাথ কলেজ থেকে পাওয়া ২টি মাইক্রোবাস এবং ৪টি মিনিবাস নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের যাত্রা শুরু হয়।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নিজস্ব পরিবহন ১২টি, অ্যাম্বুলেন্স ১টি, বিআরটিসির দুতলা বাস ১১টি ও বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব দুতলা বাস রয়েছে। এছাড়াও শিক্ষকদের জন্য এসি, ননএসি বাস ও ডাবল শিফটের ব্যবস্থা রয়েছে।
ঢাকা সংলগ্ন এলাকা ও আশপাশের জেলা উপজেলাগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাস শিক্ষার্থীদের পৌঁছে দেয়৷ নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, গাউছিয়া, কুমিল্লা, মানিকগঞ্জ জেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা রয়েছে।