প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থাপনা, এর তাৎপর্যপূর্ণসহ নানা দিক নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর সহযোগী প্রতিষ্ঠান স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং, এইচআরএস-এর উদ্যোগে অনলাইনে মঙ্গলবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজনে প্রভিডেন্ট ফান্ড নিয়ে আলোচনার পাশাপাশি এটি নিয়ে নানা জনের নানা ধরনের প্রশ্নের উত্তর দেয়া হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোকাকোলা ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেডের মানবসম্পদ বিভাগের ডিরেক্টর মহসিন হক।
ওয়েবিনারটি সঞ্চালনা ও পরিচালনা করেন বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্নেহাশীষ বড়ুয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সুকান্ত ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ আলোচনা শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা প্রশ্ন করার সুযোগ পান। সেসব প্রশ্নের উত্তর দেন আলোচকরা।
এ ধরনের নলেজ শেয়ারিং সেশনের উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
এমন উদ্যোগে প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং কমপ্লায়েন্স বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানান আলোচকরা।