উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিতাই সাহার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নকল সার ও কীটনাশক উদ্ধার করে ধ্বংস করা হয়। সেই সঙ্গে তাকে জরিমানাও করা হয়।
নীলফামারীর ডোমারতে নকল সার ও কীটনাশক তৈরির অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের পাঙ্গা মটকপুর স্কুল অ্যান্ড কলেজ এলাকায় মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়।
নিতাই সাহা নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিতাই সাহার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নকল কীটনাশক ও সার তৈরি করে স্বনামধন্য কোম্পানির মোড়ক ব্যবহার করার সত্যতা পাওয়া গেছে।
এ সময় নকল সার ও কীটনাশক উদ্ধার করে ধ্বংস করা হয়। সেই সঙ্গে তাকে জরিমানাও করা হয়।