বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুক্ত বাণিজ্য চুক্তিতে চীনের সঙ্গে ঘাটতি কমবে: এফবিসিসিআই

  •    
  • ২৯ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫০

ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে। গত ২০১৯-২০ অর্থবছরে চীন থেকে বাংলাদেশ ১ হাজার ১৪৯ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। তার বিপরীতে বাংলাদেশ রপ্তানি করে মাত্র ৬০০ কোটি ডলারের পণ্য।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেছেন, চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) হলে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার পর বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জ আসবে, তা মোকাবিলায় সহায়ক হবে। সহজ হবে দেশটির সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা।

চায়না-বাংলাদেশ ইকোনমিক অ্যান্ড ট্রেড কো-অপারেশন ফোরাম এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সপ্তম কাউন্সিলের উদ্বোধনীমক বুধবার এ কথা বলেন তিনি।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে। গত ২০১৯-২০ অর্থবছরে চীন থেকে বাংলাদেশ ১ হাজার ১৪৯ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। তার বিপরীতে বাংলাদেশ রপ্তানি করে মাত্র ৬০০ কোটি ডলারের পণ্য।

এই বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি কমাতে হলে ঢাকা-বেইজিং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করা প্রয়োজন।

১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম চলমান আছে জানিয়ে তিনি বলেন, ‘এ অঞ্চলে বৈশ্বিক উদ্যোক্তাদের সবচেয়ে আকর্ষণীয় বিনিযোগ গন্তব্যে পরিণত হয়েছে বাংলাদেশ।’

বাংলাদেশে বিদু্ৎ-জ্বলানি, পরিবহন, চামড়া, প্লাস্টিক, তথ্যপ্রযুক্তি, কৃষি এবং বায়ো টেকনোলজি খাতের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরে এসব খাতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআইয়ের সভাপতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

এ ছাড়া ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে গত বছর ১০২ কোটি ডলারের চীনা বিনিয়োগ এসেছে। এমন তথ্য দিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) হলে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে চীনা উদ্যোক্তাদের আস্থা আরও বাড়বে।’

বিনিয়োগ পরিবেশ উন্নত করতে সরকার কর অবকাশ-সুবিধা, ৫-১০ বছর পর্যন্ত হ্রাসকৃত হারে আয়কর, করমুক্ত রপ্তানি আয়, মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে হ্রাসকৃত আমদানি শুল্কের সুবিধা দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিসিসিআইয়ের সভাপতি রিজওয়ান রাহমান, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী গোলাম মর্তুজা প্রমুখ।

এ বিভাগের আরো খবর