বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাসপাতালে ডেঙ্গু রোগী ছাড়াল ১৮ হাজার

  •    
  • ২৯ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫০

ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসেই মৃত্যু হয়েছে ২১ জনের; আগস্টে মৃত্যু হয় ৩৪ জনের। এর আগের সাত মাসে মৃত্যু হয় ১২ জনের।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। এ সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় ২১৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী দাঁড়িয়েছে ১৮ হাজার ৭ জন।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগের হাসপাতালেই ভর্তি হয়েছে ১৭৪ জন। অন্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৪৩ জন।

এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮ হাজার ৭ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছে ১৬ হাজার ৯৫৭ জন। বর্তমানে ভর্তি রয়েছে ৯৮৩ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৭৭৬ ডেঙ্গু রোগী।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসেই মৃত্যু হয়েছে ২১ জনের; আগস্টে মৃত্যু হয় ৩৪ জনের। এর আগের সাত মাসে মৃত্যু হয় ১২ জনের।

এ বিভাগের আরো খবর