প্রতারণা মামলার পর এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে।
ডিএমপির গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার মাঝরাতে মামলাটি করা হয় বলে বুধবার দুপুরে জানানো হয়েছে।
দুটি মামলাতেই ইব্রাহীমকে রিমান্ডে চাওয়া হবে বলে নিউজবাংলাকে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ।
তিনি বলেন, মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। একটি প্রতারণা ও অন্যটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলাটি গত রাত (মঙ্গলবার) ১২ টার পর ডিবির একজন উপপরিদর্শক বাদী হয়ে দায়ের করেছেন। মামলায় মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে ফেইসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অসত্য, ভিত্তিহীন তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে।
এর আগে, সোমবার দিবাগত রাত দুইটার পর রাজধানীর মোহম্মদপুরের জাকির হোসেন রোডের নিজ বাসা থেকে মুফতি কাজী ইব্রাহীমকে আটক করে ডিবি পুলিশ। তার নানা বিতর্কিত বক্তব্য ও কর্মকান্ডের বিষয়ে দিনব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয় ডিবি কার্যালয়ে।
এরপর রাতে জেড এম রানা নামে একজন বাদী হয়ে প্রতারণার অভিযোগে মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে মোহম্মদপুর থানায় মামলা করেন। এরপর ডিবির পক্ষ থেকে একই থানায় দায়ের করা হয় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি।