মুন্সিগঞ্জে মাদক মামলায় ৩ ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
সদর থানায় মঙ্গলবার রাত ২টার দিকে মামলা করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক ফয়সাল আহমেদ।
এর আগে পশ্চিম কাজি কসবা এলাকায় অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সদস্য লিমন খান, কর্মী সাইদুর রহমান আকাশ ও জাহিদ হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৬৮ ক্যান বিয়ার।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ওই এলাকায় একটি দর্জি দোকানের আশপাশে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় পালিয়ে যায় একজন।
তিনি আরও বলেন, ‘মূলত বিক্রির জন্যই এসব বিয়ার মজুত করছিল তারা। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা নিউজবাংলাকে জানান, লিমন সরাসরি জেলা ছাত্রলীগ কমিটির সদস্য। বাকি দুইজন ছাত্রলীগ করে তবে কোনো পদ পায় নি। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।