আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে একটি স্কুলের টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থানায় মঙ্গলবার রাতে মামলাটি করেন জেড এম রানা নামের একজন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি স্কুলের টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে জেড এম রানা নামের একজন মামলা করেছেন। ইব্রাহীম তার কাছে চাঁদা চেয়েছেন বলেও অভিযোগ আছে। মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে।’
এর আগে সোমবার রাত ১টার পর মুফতি ইব্রাহীম তার ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। প্রায় ২০ মিনিটের লাইভে তিনি অভিযোগ করেন, মোহাম্মদপুর জাকির হোসেন রোডে তার বাসায় সন্ত্রাসীরা হামলা করেছে। তিনি আশপাশের সবাইকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে বলেন।
মঙ্গলবার সকালে ডিবি থেকে জানানো হয়, সোমবার রাত ২টার দিকে ডিবির বিশেষ দল ইব্রাহীমকে মোহাম্মদপুরের বাসা থেকে আটক করেছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবির প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ ছিল। তিনি ফেসবুক, ইউটিউব ও ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন। তার এসব কথার জন্য মানুষের কাছে ভুল মেসেজ যায়। সেসব অভিযোগ যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছি। আমরা তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি, তিনি এসব কেন করেন।’