বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বাস্থ্যকর্মীকে ‘পেটালেন’ ইউপি চেয়ারম্যান

  •    
  • ২৯ সেপ্টেম্বর, ২০২১ ০১:০২

স্বাস্থ্য পরিদর্শক মাকসুদা বেগম বলেন, ‘চেয়ারম্যান মানুষের সামনেই আমার কর্মীকে মারধর করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি, বিচার না পেলে আমরা টিকাদান কর্মসূচিতে অংশ নেবো না।’

ঝালকাঠি সদরের পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার খানের বিরুদ্ধে এনায়েত করিম নামের এক স্বাস্থ্যকর্মীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

ইউনিয়ন পরিষদের হলরুমে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাকে মারপিট করা হয় বলে অভিযোগ করেছেন এনায়েত। তখন তিনি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা কর্মসূচিতে কাজ করছিলেন।

মারপিটের অভিযোগে ইউপি চেয়ারম্যান বাশারের বিরুদ্ধে তিনি সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এনায়েত বলেন, ‘চেয়ারম্যান আমাকে মারধর করেছেন। সিরিঞ্জ দিয়ে পেট ফুটো করে দেয়ার হুমকিও দিয়েছেন।’

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন ও হেমায়েত উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকাল থেকে ইউনিয়ন পরিষদের হলরুমে টিকাদান চলছিল। সেখানে কাজ করছিলেন বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী। নারী বুথে স্বাস্থ্য সহকারী এনায়েতকে দায়িত্ব দেয়ায় সকালেই আপত্তি জানান চেয়ারম্যান। স্বাস্থ্য পরিদর্শক মাকসুদা বেগমকে এ নিয়ে বকাঝকা করেন তিনি।

স্থানীয়রা জানান, চেয়ারম্যান বাশার ফের দুপুরে টিকা কেন্দ্রে গিয়ে দেখেন, এনায়েত দায়িত্ব পালন করছেন। এ নিয়ে তর্কের এক পর্যায় চেয়ারম্যান লোকজনের সামনেই এনায়েতকে কিল-ঘুষি ও লাথি মেরে মেঝেতে ফেলে দেন। এতে কিছু সময়ের জন্য টিকাদান বন্ধ থাকে।

সহকর্মীরা এনায়েতকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

স্বাস্থ্য পরিদর্শক মাকসুদা বেগম বলেন, ‘চেয়ারম্যান মানুষের সামনেই আমার কর্মীকে মারধর করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি, বিচার না পেলে আমরা টিকাদান কর্মসূচিতে অংশ নেবো না।’

অভিযোগকে মিথ্যা দাবি করে চেয়ারম্যান বাশার নিউজবাংলাকে বলেন, ‘জামায়াতের কর্মী এনায়েত আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন। আমি তাকে মারধর করিনি। টিকার কর্মসূচি বানচাল করতে ও বদনাম রটাতে তার এ অভিযোগ।’

ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালি জানান, বিষয়টি সম্পর্কে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অবহিত আছেন। থানাতেও অভিযোগ গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘অভিযোগ গ্রহণ করেছি, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এ বিভাগের আরো খবর