বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাকচাপায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ২২:৫৯

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। এ ঘটনায় কোনো অভিযোগ না করে শামীমের পরিবার তার মরদেহ কৃষ্ণনগর গ্রামে নিয়ে গেছে।

যশোর সদরে ট্রাকচাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর নিখোঁজ আছেন মোটরসাইকেলের আরেক আরোহী।

সদর উপজেলার নতুনহাট বাজারে রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

নিহত মোটরসাইকেলচালকের নাম শামীম রেজা। তিনি ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি উপজেলার কৃষ্ণনগর গ্রামে। অপর আরোহীর পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ঝিকরগাছা থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথে নতুনহাট বাজারে যশোর থেকে বেনাপোলগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শামীমের। অপর আরোহী রাস্তায় ছিটকে পড়লেও, পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের কর্মী নাঈমুর রহমান হৃদয় বলেন, ‘দুর্ঘটনার খবর পেরে ঘটনাস্থলে আসি। শামীমের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখি।’

ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। এ ঘটনায় কোনো অভিযোগ না করে শামীমের পরিবার তার মরদেহ কৃষ্ণনগর গ্রামে নিয়ে গেছে।

এ বিভাগের আরো খবর