বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসায় ফিরলেন বিএনপি নেতা খন্দকার মাহবুব

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ২২:২৪

গত ১৬ আগস্ট স্যার করোনা পরীক্ষা করান। পরীক্ষায় করোনা পজেটিভ আসলে ওই দিন সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা খারাপ হলে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়। হাসপাতালে টানা ৪২ দিন চিকিৎসা শেষে আজ বাসায় ফেরেন।’

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে প্রায় দেড় মাস পর বাসায় ফিরলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীব খন্দকার মাহবুব হোসেন।

মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় যান।

এখন তিনি সুস্থ আছেন, বাসায় হাঁটা চলা করছেন বলে নিউজবাংলাকে জানিয়েছেন তার জুনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল।

দুলাল বলেন, ‘স্যার এখন করোনা নেগেটিভ, সুস্থ আছেন।

‘গত ১৬ আগস্ট স্যার করোনা পরীক্ষা করান। পরীক্ষায় করোনা পজেটিভ আসলে ওই দিন সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

‘এরপর থেকে তিনি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা খারাপ হলে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়। হাসপাতালে টানা ৪২ দিন চিকিৎসা শেষে আজ বাসায় ফেরেন।’

গত ৬ জুলাই কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দরিদ্র স্বপন কুমার বিশ্বাসের পক্ষে বিনা ফিতে আপিল বিভাগের আইনি লড়াই করে ব্যাপক আলোচনার সৃষ্টি করেন সিনিয়র এ আইনজীবী।

খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্ম গ্রহণ করেন। তিনি ল’ পাশ করে ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এ আইনজীবী।

এরপর একাধিকবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ৫৪ বছরের আইন পেশায় দেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেছেন এ আইনজীবী।

সর্বশেষ ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিভাগের আরো খবর