৭০ বছরের আরজু মিয়া বেশ কিছুদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত রোগে। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় রাজধানীর পপুলার হাসপাতালে।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে হবিগঞ্জের চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা গ্রামের আরজুর মৃত্যু হয়।
বাবার মৃত্যু সংবাদ শুনে সকাল ৭টার দিকে অসুস্থ হয়ে পড়েন ৪০ বছর বয়সী মেয়ে সুরাইয়া আক্তার। তাকে ভর্তি করা হয় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে তারও মৃত্যু হয়।
এখানেই শেষ নয়। পরিবারটির জন্য অপেক্ষা করছিল আরও শোক।
মা সুরাইয়ার কথা জানতে পেরে অসুস্থ হয়ে পড়ে ১৩ বছরের সৈয়দা উলফাত সিদ্দিকা। দুপুর দুইটার দিকে মেয়েটিও মারা যায়।
এভাবে এক দিনে একই পরিবারের পর পর তিন প্রজন্মের সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার। এভাবে মৃত্যু কেউই ভাবতে পারেনি।
শ্রীকুটা জামে মসজিদ মাঠে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বাবা, মেয়ে ও নাতনির জানাজা হয়। এতে অংশ নেন শত শত মানুষ।
চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর নিউজবাংলাকে বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা এ ঘটনায় ভীষণ মর্মাহত। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন।’